Header Ads

এবার ইডিট করুন যেকোন এন্ড্রয়েড এপ তাও অাবার এন্ড্রয়েড দিয়ে

অাচ্ছালামুঅালাইকুম
সবাই কেমন অাছেন?
অাশা করি ভালই অাছেন…
আল্লাহর ররহমতে অামিও ভাল অাছি।
অামারা অনেকেই অাছি যারা টেকনোলজি পাগল!
কিন্তু এই টেকনোলজি জানতে বা জানার জন্য যা প্রয়োজন তা অামাদের সবার কাছে নেই…।

অামার অনেক দিনের শখ এপ বানাবো…
কিন্তু অামি কোডিং জানিনা!
অার জানলেই কি.. অামারতো কম্পিউটার নেই।
তাই বলে থেমে থাকব?
অবশ্যই না!
চেষ্টা চালিয়ে যাব।
অার চেষ্টা চালাতে চালাতে
অাজকের এই টিউন
তো… চলুন শুরু করা যাক…
অামার অাজকের টিউনটি হল কিভাবে অাপনি যেকোন এন্ড্রয়েড এপ ইডিট করবেন তাও অাবার মোবাইল দিয়েই!
এর জন্য কোন কোডিং জানতে হবেনা, অার জানলে ও হবে সমস্যা নেই।
প্রথমে অামরা প্লেস্টোরে ঢুকব…
ঢুকার পর সার্চ বক্সে সার্চ করব Apk Editor
তারপর এপটি ইনস্টল করে ওপেন করব
ওপেন করার পর চারটি অপশন পাব,

১.) Select An Apk File
এটাতে গেলে অাপনার এসডি কার্ড শো করবে এবং সেখান থেকে এপ সিলেক্ট করবেন।
২.) Select Apk From App
এটা সিলেক্ট করলে আপনার ইনস্টলকৃত এপ শো করবে এবং সেখান থেকে এপ সিলেক্ট করবেন।
৩.) Help
বুঝতেই পারছেন এটা কিসের জন্য।
৪.) Exit
এটাতো জানেনই।
এবার একটা এপ সিলেক্ট করি,
সিলেক্ট করার পর এরকম অাবারও চারটি অপশন অাসবে।

১.) Full Edit
এখান থেকে অাপনি কোডিং থেকে শুরু করে অাইকন, ইমেজ, ল্যাঙগুয়েজ এবং অডিও ফাইলও ইডিট করতে পারবেন।
২.) Simple Edit
এখান থেকে ফাইল রিপ্লেস করতে পারবেন,
কোডিং ফাইল, ইমেজ, ও অডিও।
৩.) Common Edit
এখান থেকে এপ অাইকন, এপ ভার্শন, এপ নেইম, প্যাকেজ নেম চেন্জ করতে পারবেন।
৪.) Edit Data
এটার জন্য অাপনার ফোন রুটেড থাকতে হবে,
অার এখান থেকে কি কি ইডিট কর যায় সেটা আমি জানি না, মোট কথ এ অপশনে অামি সম্পূর্ণ অজ্ঞ।
এপটি সম্পর্কে সিম্পল গাইড পেলেন,
কিন্তু পুরোপুরি না!
এটার পেছনে অাপনাকে ব্রেইন খাটাতে হবে
খুঁজতে হবে কোন ফোল্ডারে কি অাছে, বুঝতে হবে……
অার না বুঝলে এই ভিডিও দেখতে পারেন।
অার হ্যা Apk Editor Pro এর ডাউনলোড লিংক ভিডিও এর ডেস্ক্রিপশনে দেয়া অাছে।
অামি ফেসবুকে
অামার অাগের টিউন:

কোন মন্তব্য নেই

Dizzo থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.