Header Ads

ফিজেট স্পিনার কি সত্যিই স্ট্রেস কমায়?


ফিজেট স্পিনার একটি জনপ্রিয় খেলনা, যার কেন্দ্র আঙুলের মাথায় রেখে খেলনাটিকে ঘুরাতে হয় এবং একই সাথে আঙুলের ওপর এর ব্যালেন্স ঠিক রাখতে হয়। অনেকে ফিজেট স্পিনার টেবিলের ওপর রেখেও ঘুরিয়ে থাকেন। প্রচলিত আছে, ফিজেট স্পিনার ঘোরালে মানসিক ক্লান্তি দূর হয় (স্ট্রেস কমে) ও মনোযোগ বৃদ্ধি পায়। যদিও এর কোনো প্রমাণিত বৈজ্ঞানিক ভিত্তি এখনও পাওয়া যায়নি।
ফিজেট স্পিনার কি সত্যিই স্ট্রেস কমায়? জিজ্ঞেস করেছিলাম চলতি ঘটনাবলির খোঁজখবর রাখেন এমন একজনকে। ভিডিওতে দেখুন তিনি কী বললেন।

কোন মন্তব্য নেই

Dizzo থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.