আইফোন ৮, আইফোন ৮ প্লাস ও আইফোন ১০ প্রকাশ করল অ্যাপল
সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে, অতীতের সব ফাঁসের রেকর্ড ভঙ্গ করে অবশেষে আইফোনের পরবর্তী প্রজন্ম প্রকাশ করল অ্যাপল। আগেই যেমনটি জানা হয়ে গিয়েছিল, এ বছরের ১২ সেপ্টেম্বর তিনটি মডেলের আইফোন ঘোষণা করবে অ্যাপল। ঠিক তাই ঘটেছে। ক্যুপারটিনোতে অ্যাপলের নতুন হেডকোয়ার্টার্সের স্টিভ জবস থিয়েটারে বছরের সবচেয়ে আকাঙ্ক্ষিত নিজস্ব টেক ইভেন্টে অ্যাপল তাদের নতুন তিন আইফোন উন্মোচন করল।
নতুন ৩ মডেলের আইফোন হচ্ছে- আইফোন ৮, আইফোন ৮ প্লাস এবং আইফোন ১০ (যেটি আইফোন এক্স বা iPhone X হিসেবে লেখা হয়)। তিনটি মডেলই চলবে আইওএস ১১ অপারেটিং সিস্টেমে। চলুন জেনে নিই কেমন হল নতুন আইফোন
আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস
যদিও এতদিন সবাই ভেবে আসছিল অ্যাপল এবার আইফোন ৭এস ও ৭এস প্লাস প্রকাশ করবে। কিন্তু শেষপর্যন্ত তারা ‘এস’ সিরিজে না গিয়ে লাফ দিয়ে আইফোন ৮ এবং আরেক ধাপ স্কিপ করে আইফোন ১০ এ উঠে গেল। আইফোন ৮ এবং ৮ প্লাসের মূল পার্থক্য এদের ডিসপ্লে ও ক্যামেরায়।
আইফোন ৮ এর স্ক্রিন সাইজ ৪.৭ ইঞ্চি (১৩৩৪ x ৭৫০পি, ৩২৬ পিপিআই), যেখানে আইফোন ৮ প্লাসের স্ক্রিন সাইজ ৫.৫ ইঞ্চি (১০৮০ x ১৯২০পি, ৪০১পিপিআই)। আইফোন ৮ ও ৮ প্লাসে রয়েছে ৭ মেগাপিক্সেল ফুল এইচডি ফ্রন্ট ক্যামেরা। আইফোন ৮ এ পেছনের দিকে একটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা আছে, অপরদিকে ৮ প্লাসের পেছনে দুটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা আছে। উভয় ফোনেই মূল ক্যামেরায় আছে ডুয়াল টোন কোয়াড এলইডি ফ্ল্যাশ। উভয় ফোনের অন্যান্য স্পেসিফিকেশন নিম্নরূপ।
- গ্লাস ও অ্যালুমিনিয়াম বডি
- রেটিনা এইচডি ডিসপ্লে
- এ১১ বায়োনিক চিপসেট
- আইফোন ৮ মডেলে ২জিবি র্যাম, আইফোন ৮ প্লাসে ৩জিবি র্যাম
- টাচ আইডি
- এলটিই অ্যাডভান্সড
- ব্লুটুথ ৫.০
- ডুয়াল স্পিকার
- ধূলা ও পানি প্রতিরোধী
- ওয়্যারলেস চার্জিং
- ফাস্ট চার্জিং
- কালারঃ স্পেস গ্রে, সিলভার এবং গোল্ড
আইফোন ৮ ও ৮ প্লাসের ৬৪জিবি ও ২৫৬জিবি ভ্যারিয়েশনের আসবে। আইফোন ৮ এর দাম শুরু হবে ৬৯৯ ডলার থেকে এবং আইফোন ৮ প্লাসের দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে। ১৫ সেপ্টেম্বর শুরু হবে প্রিঅর্ডার নেয়া, এবং ২২ সেপ্টেম্বর থেকে হাতে পাবেন ক্রেতারা। উভয় ফোনের ২৫৬জিবি ভ্যারিয়েশনের দাম হবে যথাক্রমে ৮৪৯ এবং ৯৪৯ ডলার।
আইফোন ১০ (আইফোন এক্স / iPhone X)
আইফোন এক্স বা আইফোন ১০ হচ্ছে অ্যাপলের পরবর্তী প্রজন্মের আইফোন, যাতে বেশ কিছু চোখে পড়ার মত পরিবর্তন এসেছে।
এতে সামনের দিকে প্রায় পুরোটা জায়গা জুড়েই স্ক্রিন দেয়া হয়েছে। বাদ পড়েছে হোম বাটন ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আইফোন ১০ এ এসেছে ফেস আইডি বা ফেইস স্ক্যানার যা ব্যবহারকারীর মুখমণ্ডল স্ক্যান করে ফোন আনলক করবে। অ্যাপল বলছে, ফেস আইডি হবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের চেয়েও নিরাপদ।
আইফোন এক্স এর স্পেসিফিকেশন নিম্নরূপ।
- ৫.৮ ইঞ্চি সুপার রেটিনা (ওএলইডি) ডিসপ্লে (১১২৫ x ২৪৩৬পি, ৪৫৮পিপিআই)
- গ্লাস ও স্টেইনলেস স্টিল ডিজাইন
- ফেইস আইডি
- পেছনের দিকে ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, ডুয়াল টোন কোয়াড এলইডি ফ্ল্যাশ
- সামনের দিকে ৭ মেগাপিক্সেল ক্যামেরা
- ট্রুডেপ্থ ক্যামেরা
- অ্যাপল এ১১ বায়োনিক চিপসেট
- ৩জিবি র্যাম
- এলটিই অ্যাডভান্সড
- ব্লুটুথ ৫.০
- ডুয়াল স্পিকার
- ধূলা ও পানি প্রতিরোধী
- ওয়্যারলেস চার্জিং
- ফাস্ট চার্জিং
- কালারঃ স্পেস গ্রে এবং সিলভার
আইফোন ১০ এর ৬৪জিবি ভ্যারিয়েশনের দাম হবে ৯৯৯ ডলার, এবং ২৫৬জিবি ভ্যারিয়েশনের দাম হবে ১১৪৯ ডলার। আইফোন এক্স এর প্রিঅর্ডার নেয়া শুরু হবে অক্টোবর ২৭ থেকে, এবং শিপমেন্ট শুরু হবে নভেম্বরের ৩ তারিখ।
Welcome to the Best Casino in the World
উত্তরমুছুনThe best 제주도 출장안마 casino in the 광주 출장마사지 world! All you 용인 출장마사지 have to do is sign-up, create an account, and play at the 군포 출장샵 best casino online. 충청남도 출장마사지